বাংলাদেশের স্বাধীনতায় উল্লাস
১৭ই ডিসেম্বর করিমগঞ্জ কলেজ রবীন্দ্র সদন গার্লস কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ ও যুবসম্প্রদায় কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতায় উল্লাস প্রকাশের জন্য একসভায় মিলিত হন। সভায় পৌরহিত্য করেন অধ্যক্ষ শ্রীরাকেশ চন্দ্র রায়। [ সভার প্রারম্ভে মুক্তিযুদ্ধে নিহত মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদলের জোয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সর্বশ্রী কেতাকী প্রসাদ দত্ত, নির্মল দেব, অসিত বণিক, মলয় দে, অধ্যাপক কামাল উদ্দীন, শিবানী গুপ্ত প্রভৃতি ভাষণ দেন। অধ্যাপক হারান চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক ভবতােষ ভট্টাচায্য স্বরচিত কবিতা পাঠ করেন।
সভাশেষে একটি বিরাট শােভাযাত্রা ‘রুশ-ভারত-বাংলাদেশ মৈত্রীর জয়’, ‘নিক্সন মাও-ইয়াহিয়া চক্র ধ্বংস হােক’, ‘ইন্দিরা গান্ধী কি জয়’, ‘শেখ মুজিব-জিন্দাবাদ’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ প্রভৃতি ধ্বনি দিতে দিতে সমস্ত শহর প্রদক্ষিণ করে।
সূত্র: দৃষ্টিপাত, ২২ ডিসেম্বর ১৯৭১