মাইন বিস্ফোরণে একটি সেতু ধ্বংস
গত ২৭শে অক্টোবর শেষ রাত্রিতে করিমগঞ্জ সহরের অদূরে লক্ষীবাজারের রাস্তায় বাগরসাঙ্গন নামক স্থানে একটি মাইন বিস্ফোরণের ফলে মােটর রাস্তার ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু উড়ে যায় এবং সুতারকান্দি ও লক্ষীবাজারের মধ্যবর্তী অন্য একটি সেতুও কিছুটা ভেঙ্গে যায়। এটাও পাক অন্তর্ঘাতকদের কাজ বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: যুগশক্তি, ২৯ অক্টোবর ১৯৭১