You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | করিমগঞ্জের উপর পাকিস্তানী হামলা | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

করিমগঞ্জের উপর পাকিস্তানী হামলা

গত ২১শে নভেম্বর ভােরবেলা করিমগঞ্জ শহরে পাকিস্তানী হামলায় যাঁহারা নিহত হইয়াছেন, তাঁহাদের আত্মার সদগতি কামনা করিয়া আমরা শােকসন্তপ্ত পরিবারদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করিতেছি।
করিমগঞ্জবাসী জনসাধারণ যে স্থৈর্য এবং মনােবল নিয়া এই হামলার মােকাবিলা করিয়াছেন, তাহা নিঃসন্দেহে প্রশংসাৰ্হ। আমাদের নিরাপত্তা বাহিনী এই হামলার মােকাবিলায় যে সপ্রশংস রণ-চাতুর্যের পরিচয় দিয়াছেন, তাহাতে জনমনে তাহাদের প্রতি আস্থা আরাে সুদৃঢ় হইয়াছে। স্থানীয় প্রশাসনও সময়ােপযােগী কর্ম তৎপরতার পরিচয় দিয়াছেন। বস্তুত আমাদের সামনে এখন একটি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা স্পষ্ট হইয়া উঠিয়াছে এবং এই চ্যালেঞ্জের সমুচিত জবাব দিতে হইলে জনসাধারণ, অসামরিক প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এই ধরণের পূর্ণ সমঝােতা থাকা প্রয়ােজন। আধুনিক যুদ্ধে সমগ্র জাতিকে কঠোর পরীক্ষার সম্মুখীন হইতে হয়, এবং আমরা আশা করি ভবিষ্যতে দুরূহতর পরিস্থিতির মােকাবিলায়ও আমাদের জনসাধারণ একই দৃঢ়তার পরিচয় দিতে সক্ষম হইবেন।

সূত্র: যুগশক্তি, ২৬ নভেম্বর ১৯৭১