You dont have javascript enabled! Please enable it! 1971.09.24 | দেওতলীতে পাকিস্তানী সৈন্যদের অনুপ্রবেশ | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

দেওতলীতে পাকিস্তানী সৈন্যদের অনুপ্রবেশ

গত ২০ শে সেপ্টেম্বর বারপুঞ্জির নিকটস্থ ভারতের দেওতলী গ্রামে পাকিস্তানী সৈন্যরা অনুপ্রবেশ করে। কিছুক্ষণ ঐ গ্রামে অবস্থান করার পর তারা আবার সীমান্তের ওপারে চলে যায়। কেউ হতাহত হন নি। এই নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সুশুরু হওয়ার পর পাকিস্তানী সৈন্য তিনবার করিমগঞ্জ মহকুমায় অনুপ্রবেশ করল। গত ২১ শে সেপ্টেম্বর গােবিন্দপুর গ্রামে পাকিস্তানী সৈন্যরা ঢােকার চেষ্টা করলে বাধা প্রাপ্ত হয় ও একজন পাকিস্তানী সৈন্য বন্দী হয়।

সূত্র: যুগশক্তি, ২৪ সেপ্টেম্বর ১৯৭১