পাকবাহিনী কর্তৃক জড়াপাতায় আবার প্রচণ্ড গুলীবর্ষণ
৭ ই অক্টোবর বেলা ১ টার সময় পাক হানাদার বাহিনী করিমগঞ্জ মহকুমার সূতারকান্দি সেক্টরে জড়াপাতা গ্রামে প্রচণ্ড গুলীবর্ষণ করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি দল সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং গুলির সমুচিত জবাব দেয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কেউ হতাহত হয়নি। প্রায় ১ ঘণ্টা গুলী চলার পর পাক হানাদার বাহিনী পিছু হটে যায়। উল্লেখযােগ্য যে এই বার নিয়ে মােট ৫ বার পাকিস্তানী হানাদাররা জড়াপাতায় গুলী ছুঁড়ল।
সূত্র: যুগশক্তি, ৮ই অক্টোবর ১৯৭১