You dont have javascript enabled! Please enable it! 1971.06.23 | বেশীর ভাগ রাজ্যই শরণার্থীদের নিতে নারাজ | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

বেশীর ভাগ রাজ্যই শরণার্থীদের নিতে নারাজ

নয়াদিল্লী বেশীর ভাগ রাজ্য সরকার শরণার্থীদের দায়িত্ব নিতে নারাজ হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাছে এ ব্যাপারে মতামত জানতে চাইলে, তারা নাকি জানিয়েছেন যে, শরণার্থী আসতে দিলে স্থানীয় জনসাধারণ তার প্রচণ্ড বিরােধীতা করবেন এবং তার থেকে উদ্ভূত আইন শৃঙ্খলার সমস্যার মােকাবিলা করা অসম্ভব হয়ে উঠবে। প্রধানমন্ত্রী জোর করে কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছেন না, অথচ শরণার্থী সমস্যা রােজই বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পরেছেন। ওদিকে বিদেশ থেকে বিশেষ সাহায্যও আসছে না, এমনকি বৃহৎ রাষ্ট্রগুলি এখন পাকিস্তান সরকারের উপর তেমন চাপও দিচ্ছেন না।
ই, আই, এন, এ ।

সূত্র: দৃষ্টিপাত, ২৩ জুন ১৯৭১