শক্তি দিয়ে প্রশাসন চলে না
কাবুলে শ্রীফকরুদ্দীন আহমদ
ভারতের কৃষিমন্ত্রী শ্রীফকরুদ্দীন আলী আহমদ গত ২রা জুলাই কায়রােতে বলেন, পশ্চিম পাকিস্তানী নেতারা এমন ভাব দেখাচ্ছেন যেন শেখ মুজিবুর রহমান এবং ভারতই পাকিস্তানকে ভেঙ্গে দিতে চাইছেন। কিন্তু কোন রাষ্ট্রই শক্তি দিয়ে প্রশাসন পরিচালনা করতে পারে না। বাংলাদেশের ঢাকা এবং অন্যান্য স্থানে যে সব ঘটনা ঘটে তা বৃটিশ আমলের জালিওনাবাগকেও হার মানিয়েছে। পাকিস্তানের জঙ্গী শাসকরা সেখানে বেশী দিন শাসন চালানাের আশা রাখতে পারে না।
শ্রীআলী আহমদ বাংলাদেশ সমস্যা নিয়ে আরব রাষ্ট্র পরিভ্রমণে গিয়েছেন। তিনি সেখানে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছিলেন। প্রেসিডেন্ট সাদাত গ্রামের বাড়ী মীট আবুল বমে’ গিয়েছিলেন তার মৃত বাবাকে কবর দিতে।
তিনি আরাে বলেন ভারত ৬০ লক্ষ শরণার্থীকে স্বদেশে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। সুতরাং বাংলাদেশে শরণার্থীদের যাওয়ার মত পরিস্থিতি সৃষ্টি করতে পাকিস্তান সরকারকে বিশ্বের রাষ্ট্রগুলির চাপসৃষ্টি করতে হবে। তিনি দুঃখ করে বলেন অনেক রাষ্ট্রই মনে কচ্ছেন। এটা পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যা। কিন্তু লক্ষ লক্ষ লােককে অন্য রাষ্ট্রে তাড়িয়ে দেওয়ার পর এটা আভ্যন্তরীণ সমস্যা কিভাবে হতে পারে?
সূত্র: দৃষ্টিপাত, ৭ জুলাই ১৯৭১