ইতিহাসের নিকৃষ্টতম অপরাধ
গত ১লা জুলাই ভারতের উপরাষ্ট্রপতি শ্রীগােপাল স্বরূপ পাঠক মেঘালয় সীমান্তবর্তী পুংটাং শরণার্থী শিবিরে এক জনসভায় বক্তৃতাদান কালে বলেন, পূর্ব বাংলায় যা ঘটে চলেছে তা মানব ইতিহাসের নিকৃষ্টতম অপরাধ। অপর শরণার্থীরা হচ্ছে এই জঘন্নান্যতম অপরাধের স্বীকার। তিনি আশা প্রকাশ করে বলেন লক্ষ লক্ষ শরণার্থীরা যাতে ফিরে যেতে পারে সেজন্য বাংলাদেশের ভিতর পরিস্থিতি উদ্ভব করতে বিশ্বের রাষ্ট্রগুলি পাকিস্তানের উপর নিশ্চয়ই চাপ সৃষ্টি করবে।
সূত্র: দৃষ্টিপাত, ৭ জুলাই ১৯৭১