You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | আসাম বিধান সভায় করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী সৈন্য সমাবেশ প্রসঙ্গ | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

আসাম বিধান সভায় করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী সৈন্য সমাবেশ প্রসঙ্গ

বিগত ২১শে মে তারিখে আসাম বিধান সভায় মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরী বলেন করিমগঞ্জে সীমান্তের অতিনিকটে কুশিয়ারা নদীর অপর পারে পাকিস্তান যুদ্ধোদ্যমের ১৪শ পাঞ্জাবী রেজিমেন্টের নিয়মিত সৈন্য সমাবেশ করিয়াছে। তাহারা পুরাতন পরিখা মেরামত ও নূতন পরিখা নির্মাণ করিয়া যুদ্ধকালীন অবস্থার ন্যায় সীমান্ত অঞ্চলে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করিয়াছে।
প্রারম্ভে শ্রীদুলালচন্দ্র বরুয়া বিধান সভায় প্রসঙ্গ উত্থাপন ক্রমে বলেন যে করিমগঞ্জের অপর পারে জকিগঞ্জে পাকিস্তান বিমান হইতে সশস্ত্র সৈন্য অবতরণ করিয়া ভারতের সীমান্ত অঞ্চলে ত্রাসের সঞ্চার করিয়াছে। শ্রীফণী বরা বলেন যে পাকিস্তানের গুলি সীমান্ত সহর ভারতীয় অঞ্চলে পড়িতেছে এবং গুলির আঘাতে কয়েক ব্যক্তি আহত হইয়াছেন। পাকিস্তান ইহা দ্বারা সীমান্ত অঞ্চলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করিয়াছে। রাণী শ্ৰীমঞ্জুলা দেবী বলেন করিমগঞ্জ সীমান্ত অঞ্চলের এই নিদারুণ অবস্থার পরিপ্রেক্ষিতে সর্ব সম্মত প্রস্তাব গ্রহণ করিয়া মুখ্যমন্ত্রীকে সময়ােচিত ব্যবস্থা অবলম্বনের জন্য এবং বিধান সভার উদ্বেগের ব্যাপার মুখ্যমন্ত্রী মারফত করিমগঞ্জে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর গােচরীভূত করা হউক।

সূত্র: দৃষ্টিপাত, ২৬ মে ১৯৭১