You dont have javascript enabled! Please enable it! 1971.06.09 | পশ্চিমবঙ্গে বিরাট রাষ্ট্রবিরােধী চক্রান্ত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

পশ্চিমবঙ্গে বিরাট রাষ্ট্রবিরােধী চক্রান্ত

আবিষ্কার পশ্চিমবঙ্গের প্রাক্তন যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মন্ত্রী গােলাম ইয়াজদানী ও প্রাক্তন লােকসভা সদস্য এবং সংখ্যালঘু স্বার্থরক্ষা কমিটির সভাপতি সৈয়দ বদরুদ্দজাকে রাষ্ট্রবিরােধী চক্রান্তের জন্য গতকল্য গ্রেপ্তার করা হইয়াছে। প্রকাশ যে, তাহার স্ব স্ব পদে অধিষ্টিত থাকাকালীন দেশের স্বার্থের বিরুদ্ধে পাকিস্তানের সহিত ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই চক্রান্তের মধ্যে আরও সাতজন ভারতীয় নাগরিকও যুক্ত ছিলেন বলিয়া জানা যায়। শ্রীগােলাম ইয়াজদানী বর্তমানেও সি,পি,এম দলভুক্ত পশ্চিমবঙ্গ বিধান সভার সভ্য আছেন। প্রকাশ যে তিনি মন্ত্রী থাকা কালীন গুরুত্বপূর্ণ দলিলাদি পাকিস্তানে পাচার করিয়াছিলেন। সৈয়দ বদরুদ্দজার নির্বাচনি ব্যয়ে পাক সরকার বহন করিতেছেন বলিয়া প্রমাণ পাওয়া গিয়াছে। রাষ্ট্রবিরােধী কাজের জন্য এইরূপ দুইজন উচ্চ পর্যায়ের ব্যক্তির গ্রেপ্তার ভারতবর্ষে বােধ করি এই প্রথম।
এই গুপ্তচরবৃত্তির অভিযােগে কলিকাতায় আরাে তিনজন সাংবাদিক ও একজন চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করা হইয়াছে। ধৃত ব্যক্তিরা হইতেছেন কলিকাতায় দৈনিক এক সংবাদপত্রের পাক রাজনীতির ভাষ্যকার’ শ্রীঅমিতাভ গুপ্ত, দিল্লীর একটা সাপ্তাহিক পত্রিকার কলিকাতার প্রতিনিধি সুরীন্দ্র সিং কোহেলী, কলিকাতার একটী উর্দু সংবাপত্রের শ্রীইদ্রিসউল হক এবং নেপালি চিত্র নির্মাতা শ্রী ডি, বি, পেরিয়ার।

সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১