You dont have javascript enabled! Please enable it! 1971.06.09 | দৃষ্টিহীনের দৃষ্টিপাত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

দৃষ্টিহীনের দৃষ্টিপাত

এক শ্রেণীর মুসলমান পাকিস্তান ধ্বংসের জন্য অন্তরে অন্তরে ক্ষুব্ধ তাহা শ্ৰীমতী গৌরী আয়ুব তাহার একটি সাম্প্রতিক প্রবন্ধে আলােচনা করিয়াছেন। ভারতীয় মুসলমানের এক অংশের একটা নির্ভরতা ছিল যে, ভারতে বাস করিতে না পারিলে তাহারা পাকিস্তানে তাদের নিজের দেশে চলিয়া যাইবে কিন্তু মুজিবুর উহাতে বাধ সাধলেন। ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানের তিনি এক সম্মিলিত স্বাধীন বাংলাদেশের ডাক দিলেন। শ্রীমতী আয়ুব বলেন যে পশ্চিম পাকিস্তানের পক্ষে আর বাংলাদেশের স্বাধীনতা আটকাইয়া রাখা যে সম্ভব নয় তাহা এখন মুসলমান সমাজের ভাবিয়া দেখা উচিত। তাহাদের নিষ্ক্রিয়তা সম্পর্কে আলােচনা করিতে গিয়া শ্রীপান্নালাল দাসগুপ্তও অনুরূপ মতই প্রকাশ করিয়াছেন। তিনি বলেন সময় ফুরাইয়া যাওয়ার পূৰ্ব্বে মুসলীম সমাজের কথাগুলি গভিভীরভাবে ভাবিয়া দেখা উচিত। ভগবান না করুন যদি ইয়াহিয়ার বৰ্ব্বরােচিত আক্রমণের মুখে পড়িয়া আজ সমগ্র পূর্ব বাংলার হিন্দুরা ভারতে চলিয়া আসিতে বাধ্য হন তবে ব্যাপক অরাজকতা সৃষ্টিও অসম্ভব নয়। ভারতীয় মুসলমানদের পূর্ব বাংলায় তাড়িয়ে দেওয়ার জিগীরও এখানে উঠতে পারে, ভয়াবহ দাঙ্গা হাঙ্গামারও সৃষ্টি হইতে পারে। তার থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধও লাগিয়া যাইতে পারে। এক অর্থহীন সংগ্রামে সকলেই জড়াইয়া যাইতে পারেন। কাজেই বাংলাদেশ সংগ্রাম বিমুখ মুসলমান সমাজকে বিষয়টা স্থিরভাবে ভাবিয়া দেখার এখনই প্রয়ােজন।

সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১