You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হউক | আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হউক

শিলং ৩০শে মার্চ, আসামের বিধানসভার সদস্যদের দাবী শেখ মুজিবুরের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারকে পূর্ণ মর্যাদা দিতে হইবে। সভায় এই দাবীর উত্থাপক ছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী। তাহার এই প্রস্তাব সৰ্ব্বসম্মতভাবে গৃহীত হয়। সদস্যরা আন্তরিকভাবে বাংলাদেশের জনগণের সাফল্য কামনা করেন। সদস্যরা পাকিস্তানী জঙ্গীশাহীর বব্বর অত্যাচারের তীব্র নিন্দা করেন।
বিধান সভায় কলাশিল্পী শীভূপেন হাজারিকা এম. এল. এ বাংলাদেশের জাতীয় পতাকা তুলিয়া ধরেন। সমস্ত সদস্য ‘জয় বাংলা পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।

সূত্র: আজাদ, ২১ এপ্রিল ১৯৭১