বেসামাল পাকিস্তানী বেতারের নেতাজীর দোহাই
আজ শুক্রবার সকালবেলা পাকিস্তানী বেতার কর্তৃক ইন্দো রুশ চুক্তির সমালােচনা কালে নেতাজী সুভাষচন্দ্রের দোহাই দেওয়া হয়। কয়েক বৎসর পূর্বে শ্রীসত্যনারায়ণ সিংহ নেতাজী সংক্রান্ত একটি বই-এ লিখেছিলেন যে নেতাজীকে রাশিয়ায় অন্তরীণ রাখা হয়েছে। ঐ বই থেকে কিছু অংশ পাকিস্তানী বেতারে পড়ে শােনান হয় এবং বলা হয় যে ভারতের নেতাজী-প্রেমিকরা নিশ্চয়ই ভারত সরকারের নবতম বন্ধু রাশিয়ার নিকট থেকে নেতাজী সমস্ত তথ্য জানার দাবী তুলবেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বেসমাল পাক বেতারের ভাষাজ্ঞান এতটা লুপ্ত হয়েছে যে আজ সকাল ন’টায় ‘যেন ভুলে না যাই’ অনুষ্ঠানে তারা আল্লাকে ‘ষড়যন্ত্রকারী’ বলে অভিহিত করেন। বলা হয় যে ভারতীয় বামুনরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তারা জানে না যে “আল্লাহ হচ্ছেন সব চাইতে বড় ষড়যন্ত্রকারী” এবং আল্লাহ পাকিস্তানকে রক্ষা করবেন।
সূত্র: যুগশক্তি, ১৩ আগস্ট ১৯৭১