পাকিস্তান প্রসঙ্গে
পাকিস্তানী জঙ্গী শাহী সরকার যখন তার নিজের দেশের গােলমাল মেটাতে বা আয়ত্তে আনতে পারেনা আমরা তখনই লক্ষ্য করে থাকি ভারতের উপর পাকিস্তান সরকারের ক্রোধ বৃদ্ধি। ক্রোধে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান পৰ্য্যন্ত পাকিস্তান হারিয়ে ফেলে, যেমন হয়েছিল ৩০শে জানুয়ারী ১৯৭১। যখন Indian Airlines-এর একখানা যাত্রীবাহী প্লেনকে পাকিস্তানী শাসকদের অনুপ্রেরণায় কতিপয় দস্যু জোর করে লাহােরে নিয়ে যায় এবং পরে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে বলে প্রকাশ করে। পাকিস্তানীদের হাতে যাত্রীরা ভােগ করেছিল অকথ্য নির্যাতন। ভারত সরকারের এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতের জনগণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জঙ্গীশাহী সরকার উপেক্ষা করেছে। এমন কি উপযুক্ত ক্ষতিপূরণের দাবী পর্যন্ত তারা উপেক্ষা করেছে। পৃথিবীর সমস্ত দেশ যখন hijacking তীব্র নিন্দা করে চলেছেন এবং hijacking বন্ধ করার উপায় নির্ধারণে ব্যস্ত তখন পাকিস্তান কর্তৃপক্ষকে দেখা গেছে নির্বাক। অপর পক্ষে তখন পশ্চিম পাকিস্তানী দস্যুদের কি সমাদর, তাদের নিয়ে শােভাযাত্রা মিছিল এবং আরও কত কি! পাকিস্তান নিজেকে ঐসলামিক রাষ্ট্র বলে ঘােষণা করে, কিন্তু সেখানে ধর্মের নামে যে সব ব্যাভিচার এবং আরও অনেক প্রকার ধৰ্ম্ম-বিরােধী কার্যকলাপ হয়েছে এবং এখনও চলছে তা পৃথিবীর অন্য কোন ঐসলামিক রাষ্ট্রে কখনও দেখা যায় নাই বা শােনা যায় নাই। পাকিস্তান সরকার নির্লজ্জের মত দেখাতে চেষ্টা করেছিল এই Air hijacking ভারতের জম্মু কাশ্মীরের তথাকথিত Liberation Movement এর অংগ এবং কার্যকলাপ। কিন্তু ভারতের তথা পৃথিবীর কোন লােকেরই বুঝতে বা জানতে বাকী নাই আসলে কে বা কারা করেছে এবং করিয়েছে। ভারতের উপর দিয়ে পাকিস্তানী বিমান চলাচল বন্ধ করার পর পাকিস্তানী কর্তৃপক্ষ জ্ঞান ফিরে পেয়েছে এবং যথেষ্ট চাপে পড়ে বলিছে একটা Judicial Enquiry Commission, কিন্তু কি ফলাফল হবে এখনই কল্পনা করে নেওয়া যায়। ভারতের উপর দিয়ে পাকিস্তানী প্লেন যাতায়াতের সুবিধা বন্ধ হওয়ায় পাকিস্তান বৃথাই চেষ্টা করছে পৃথিবীর দেশগুলিকে বুঝাতে যে ভারত অন্যায় করছে। শূন্য পথ বন্ধ হওয়ায় পাকিস্তানের air transport cost দ্বিগুণ বেড়ে গেছে এবং তাদের অর্থনৈতিক পরিস্থিতির চরমতম অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে আবার দেখা দিয়েছে তাদের কলােনী পূর্ব বাংলায় প্রচণ্ড বিদ্রোহ যেখানে বাঙালীদের বিগত ২৩ বৎসর যাবৎ শাসনের নামে শােষণ করে চলেছে মুষ্টিমেয় পশ্চিম পাকিস্তানী লােক। কিন্তু দুঃখের বিষয় এসবেও পাকিস্তান কর্তৃপক্ষের শিক্ষা হয় নাই। তারা শ’তে শ’তে পাকিস্তানী অনুচরদের ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাঠিয়েছে এবং এখনও পাঠাচ্ছে ভারতের অভ্যন্তরে নানাবিধ গােলযােগ সৃষ্টি করতে। জম্মু ও কাশ্মীরবাসীরা এদের চক্রান্ত বাতিল করে দিতে বদ্ধপরিকর। তারা ভারতবাসী, ভারতমাতাকে ভালবাসে এবং ভারতে যে তাদের নিরাপত্তা অক্ষুন্ন তারা ভালভাবে বােঝে। পাকিস্তানী অনুচরদের কোন প্রকার মিথ্যা প্রলােভন তাদের সংকল্প থেকে বিচলিত করতে পারে নাই এবং ভবিষ্যতে কোনদিন পারবে না।
সূত্র: আজাদ, ১২ জুন ১৯৭১