You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | সােনার বাংলা রক্তস্নাত | আজাদ - সংগ্রামের নোটবুক

সােনার বাংলা রক্তস্নাত

রক্তস্নাত বাংলার মাটিতে, রক্তে রাঙ্গা মাটিতে অবশিষ্ট বাংলার মানুষ আবার সােনার ফসল ফলাবে। এক সঙ্গে ক্ষেতে খামারে বসে তারা আবার জারি গান গাবে, ধুয়া গাবে। বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে প্রতিধ্বনি হবে “ওরে চাষী ভাই, চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে।” বিজয় বাংলার লােক ধৈৰ্য্য ধরুক সেই শুভ দিনের প্রতীক্ষার।
ভারতের মন্দির, মসজিদ, গির্জা ভারতবাসীরা প্রার্থনায় মুখরিত করে তুলুক যােদ্ধা-বীর শহীদগণ এবং নিঃসহায় অবস্থায় জল্লাদদের হাতে প্রাণ বিসর্জন দেওয়া বাংলার মা, বােন, ভাইদের রূহ্ মাগফেরাত পায়, তারা প্রার্থনা করুক যেন বাংলার স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়া মােজাহিদ, আনছার ও মুক্তিফৌজগণ গাজী হয়ে ফিরে আসেন, তারা প্রার্থনা করুক যেন বাংলার সিংহ হৃদয় দরদী জননেতা সেখ মুজিব ও তাহার সৃষ্টি লক্ষ লক্ষ মুজিব তাদের লক্ষ্যস্থানে উপনীত হয়ে, জয়ী হয়ে বাঙালীদেরকে দাসত্ব থেকে, নির্যাতন থেকে মুক্তি দিতে পারে ও বাঙালীর মুখে আবার হাসি ফুটাতে পারে। আল্লাহ তাদেরকে সহায় করুক। তাদের জয় হবেই হবে। তাদের জয় অনিবার্য। জয় বাংলা

সূত্র: আজাদ, ১২ মে ১৯৭১