শ্রীহট্ট সেক্টরে পাকবাহিনীর শােচনীয় বিপর্যয়
পর পর কয়েকটি সংঘর্ষে বহু পাক সৈন্য ও রাজাকার হতাহত হওয়ার পর শ্রীহট্ট সেক্টরের বিস্তীর্ণ অঞ্চল এখন মুক্তিবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। ১৫ই নভেম্বর আটগাঁও এলাকায় অন্ততঃ ৪০ জন খান সেনা ও শতাধিক রাজাকারকে মুক্তিবাহিনী হতাহত করেছেন। ঐ এলাকা এখন মুক্তিবাহিনীর দখলে। ১৪ই নভেম্বর বাংলাদেশের পূর্বাঞ্চলের শক্তিশালী বিমান ক্ষেত্র শালুটিকরের ওয়াটার টাওয়ারটা মুক্তিবাহিনীর গেরিলারা বিধ্বস্ত করে দিয়েছেন। জানা গেছে যে, কয়েক দিনের মধ্যেই শ্রীহট্ট সেক্টরের আরােও কয়েকটি অঞ্চলে মুক্তিবাহিনী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন।
সূত্র: যুগশক্তি, ১৯ নভেম্বর ১৯৭১