You dont have javascript enabled! Please enable it! 1971.09.03 | জকিগঞ্জ, বিয়ানীবাজার, সাবাজপুর এলাকার মুক্তিবাহিনীর সাফল্য | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

জকিগঞ্জ, বিয়ানীবাজার, সাবাজপুর এলাকার মুক্তিবাহিনীর সাফল্য

গত ২৯ শে আগস্ট এক দল পাকসেনা জকিগঞ্জের পিল্লাকান্দী অঞ্চলে প্রবেশ করে। মুক্তিবাহিনী সঙ্গে সঙ্গে গুলি ছুড়লে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং ঐ সংঘর্ষ পরদিন পর্যন্ত চলে। দুই দিন ব্যাপী এই সংঘর্ষে ৫২ জন পাক সেনা মুক্তিবাহিনীর হাতে খতম হন।
৩০শে আগস্ট সকালে সাবাজপুর ক্যাম্পে অবস্থানরত একদল পাকসেনা বিয়ানীবাজার থানার টেকইকোনা গ্রামে হানা দেয়। মুক্তিবাহিনী এদের দেখতে পেয়েই গুলি ছুঁড়ে ১৭ জন পাকসেনাকে খতম করে দেন। ৩১ শে আগস্ট মুক্তিবাহিনী সাবাজপুর ও ছােটলিখা কেম্পে অতর্কিত আক্রমণ চালিয়ে বহু সংখ্যক পাকসেনাকে খতম করে।

সূত্র: যুগশক্তি, ৩ সেপ্টেম্বর ১৯৭১