কুমিল্লা শহর বিচ্ছিন্ন
কুমিল্লা সহরের বড় সেতু মুক্তিফৌজের গেরিলারা একটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছেন। ফলে কুমিল্লা পূর্ববঙ্গের অবশিষ্ট অংশ হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। এই সেতুটি কুমিল্লা ঢাকা রাস্তার মধ্যে অবস্থিত ছিল। মুক্তিবাহিনী বিদ্যুৎশক্তি উৎপাদনের একটি ট্রানসমিশনও উড়িয়ে দিয়েছেন। কুমিল্লা অন্ধকারাচ্ছন্ন। সহরে পরিণত হয়েছে। গত ২৪শে জুলাই শ্রীহট্ট জেলার কমলপুরে মুক্তিবাহিনী একটী টহলরত পাকসেনাদলের উপর হঠাৎ ঝাপিয়ে পড়ে ২৪ জন পাক সৈন্যকে হত্যা করে।
গত ২৮শে জুলাই কুমিল্লা জেলার মুকুন্দপুর আর একটী আক্রমণে ৪৩ জন পাকসেনা খতম হয় ও প্রায় ২০ জন আহত হয়।
সূত্র: দৃষ্টিপাত, ৪ আগস্ট ১৯৭১