মুক্তিফৌজের সাফল্য
সীমান্তের ওপার থেকে বিভিন্ন সুত্রে মুক্তিফৌজের সাফল্যের সংবাদ রােজই পাওয়া যাচ্ছে।
গত সপ্তাহে সুনামগঞ্জের নিকটে সুরমা নদীর উপর সৈন্য বােঝাই এক রণতরীতে গুলিবর্ষণ করে মুক্তিযােদ্ধারা বহু পাক সৈন্যকে হতাহত করেছেন, গত ২রা জুলাই সুনামগঞ্জের নিকটে অপর একস্থানে একটী টহলদার সৈন্যবাহিনীকে মুক্তিযােদ্ধারা গেরিলা আক্রমণ করে নিশ্চিহ্ন করে দিয়েছে। কুব্ধ পাকবাহিনী পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে লুঠতরাজ ও অগ্নিসংযােগ করে। আবার পাকফৌজকে সহায়তা করার অপরাধে জনসাধারণ স্থানীয় মুসলিম লীগ ও জমাতে ইসলামীর কতিপয় দালালের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। মুক্তিযােদ্ধারা শেরপুরের নিকটবর্তী একটি সেতু গ্রেনেড দিয়ে উড়িয়ে দিয়েছে। মােল্লারগাও সড়ক সেতুটী ও মুক্তিফৌজ উড়িয়ে দিতে সক্ষম হয়। শ্রীহট্ট ছাতক রাস্তায় সিলেট থেকে ৭ মাইল দূরবর্তী একটী লােহার সেতুও মুক্তিফৌজরা ডিনেমাইট দিয়ে উড়িয়ে দিতে সক্ষম হয়।
সূত্র: দৃষ্টিপাত, ১৪ জুলাই ১৯৭১