শ্রীহট্ট সেক্টরে মুক্তিবাহিনীর উল্লেখযােগ্য সাফল্য
লাতুতে ৮ জন পাক সৈন্য নিহত, তামাবিলে মুক্তিবাহিনীর অগ্রগতি
এই সপ্তাহে শ্রীহট্ট রণাঙ্গনের বিভিন্ন খণ্ডে মুক্তিফৌজ নতুন করিয়া আক্রমণ শুরু করিয়া উল্লেখযােগ্য সাফল্য অর্জন করিয়াছেন। লাতুতে পাকবাহিনীর সহিত এক সংঘর্ষে অন্তত আটজন সৈন্য নিহত হয়, আহতের সংখ্যা আরাে অনেক বেশি বলিয়া জানা গিয়াছে। লক্ষ্মীবাজার সীমান্ত হইতে ছয় মাইল অভ্যন্তরে সাহাবাগে উভয় তরফে দীর্ঘস্থায়ী প্রচণ্ড সংঘর্ষ হয়, এবং শেষ পর্যন্ত পাকিস্তানী সৈন্যরা পালাইয়া যায়। ঐ যুদ্ধে উভয় তরফই ভারী অস্ত্র ব্যবহার করেন এবং গােলার শব্দ করিমগঞ্জ শহরে স্পষ্ট শােনা যায়। উত্তর খণ্ডে তামাবিল অঞ্চলে মুক্তিবাহিনী প্রচণ্ড আক্রমণ চালাইয়া পাকিস্তানীদের কয়েকটি ঘাটি বিদ্ধস্ত করেন এবং হরিপুর পর্যন্ত অগ্রসর হন। অপর একটি বাহিনী ছাতক পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছেন বলিয়া প্রকাশ। এক অসমর্থিত সংবাদে বলা হইয়াছে শ্রীহট্টের অনতিদূরে খাদিমনগরে এখন সংঘর্ষ চলিতেছে।
সূত্র: যুগশক্তি, ৪ জুন ১৯৭১
২০ শে জৈষ্ঠ্য ১৩৭৮ বাংলা