বাংলাদেশে মুক্তিফৌজের তৎপরতা
বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্বপ্রান্তে মুক্তিফৌজের বিশেষ কৃতিত্বের সহিত হানাদার পাঠান সেনাদেরে হঠাইয়া দিতেছে, সৰ্ব্বত্র মুক্তিবাহিনীর গেরিলা তৎপর বৃদ্ধি পাইতেছে। সুনামগঞ্জের ছাতক অঞ্চলে, উত্তর সিলেটের জৈন্তাপুর, তমাবিল, জাফলং এলাকায়, জকিগঞ্জ কানাইঘাট বড়লেখা অঞ্চলে মুক্তি হইয়া দখল লইয়াছে। বশিরহাট, কুমিল্লা, কসবা, নােয়াখালি প্রভৃতি বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশের সৈন্যেরা পাক হানাদারদেরে ঘায়েল করিয়া কতিপয় গুরুত্বপূর্ণ স্থান, যুদ্ধের সাজ-সরঞ্জাম দখল করিয়া লইয়াছে। সারা বাংলাদেশে মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতা বৃদ্ধি পাইয়াছে।
সূত্র: আজাদ, ৯ জুন ১৯৭১