You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | ওপারে কৃষক রমণীরা রাইফেল চালাচ্ছেন | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

ওপারে কৃষক রমণীরা রাইফেল চালাচ্ছেন

কৃষ্ণনগর সীমান্তের ওপার থেকে জানা গেছে যে পূর্ব বাংলার সাধারণ কৃষক রমণীরা রাইফেল হাতে পাক সৈন্যদের মােকাবিলা করছেন। যারা ইতিপূর্বে কখনও রাইফেল কিংবা বন্দুক চোখে দেখেন নি, তাদের পক্ষে দুর্ধর্ষ পাকবাহিনীর মােকাবিলা করা এক অতি বিস্ময়কর ব্যাপার। প্রকাশ, কুষ্টিয়ার বহু গ্রামের পুরুষরা যখন রাস্তায় রাস্তায় পাকিস্তান বাহিনীর সঙ্গে লড়াইয়ে নেমেছেন তখন নারীরা রাইফেল এবং দোনালা বন্দুক হাতে গ্রাম পাহারা দিচ্ছেন। জানা যায় স্থানীয় আনসার বাহিনী মাত্র ২৪ ঘণ্টায় এইসব কৃষক রমণীদের বন্দুকের ব্যবহার শিখিয়ে দিচ্ছেন। ই,আই,এন,এ

সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১