You dont have javascript enabled! Please enable it! 1971.04.28 | শ্রীহট্টের রণাঙ্গনে দুই শতাধিক পাক সৈন্য নিহত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

শ্রীহট্টের রণাঙ্গনে দুই শতাধিক পাক সৈন্য নিহত

গত সপ্তাহকাল ধরে শ্রীহট্টের রণাঙ্গনে শেরপুর, ফুলবাড়ী, খাদিম নগর ও ছাতক রাস্তায় পাক সৈন্যরা প্রচণ্ড আক্রমণ চালায়। কিন্তু প্রতি ক্ষেত্রেই মুক্তিফৌজ প্রবল প্রতিরােধ সৃষ্টি করে চলেছে। প্রত্যক্ষদর্শীর বিবরণে প্রকাশ আধুনিকতম অস্ত্রে শস্ত্রে সজ্জিত প্রায় ৪ হাজার পাক সৈন্য গত কয়দিন ধরে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংখ্যায় মুক্তিফৌজ সংখ্যা অনেক কম থাকলেও তাহারা বীর বিক্রমে গত কয়দিন ধরে এই আক্রমণ প্রতিহত করে চলেছেন।
শেরপুর ফেরিঘাটে মুক্তিফৌজের প্রতিরােধকে ভেঙে দেয়ার জন্য পাকবাহিনীর বিমান থেকে প্রচণ্ড বােমা বর্ষণ করে। স্থল বাহিনী রবারের নৌকা দিয়া নদী পার হওয়ার চেষ্টা করে। কিন্তু মুক্তিফৌজের প্রতি আক্রমণে তারা ফিরে যেতে বাধ্য হয়। শেরপুরে দুই পক্ষে এখনও তুমুল লড়াই চলছে।
মুক্তিফৌজরা ছাতক শিল্প নগরী আক্রমণ প্রতিহত শুরু করে দিয়েছে। ডাউকি অভিমুখে পাকসৈন্যদের অগ্রগতী মুক্তিফৌজরা প্রতিহত করে দিয়েছে।
সিলেট সুতারকান্দি রাস্তায় ফুলবাড়ীর সন্নিকটে মুক্তিফৌজরা পাকসৈন্যের অগ্রগতি তীব্রভাবে প্রতিরােধ করে। বহু পাক সৈন্য নিহত হয় বলে বিশ্বস্ত সূত্রের সংবাদে প্রকাশ।

সূত্র: দৃষ্টিপাত, ২৮ এপ্রিল ১৯৭১