বাংলাদেশের জন্য ভারতীয় বিমান
বাংলাদেশ সরকার আভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ভারত সরকার এবং অন্যান্য দেশগুলির নিকট বিমান ক্রয়ের প্রস্তাব করেন। ভারত ইতিমধ্যেই দুইটি ফকার ফ্রেণ্ডশিপ দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু ৪টি নাহলে তারা আভ্যন্তরীণ সার্ভিস সুরু করতে পাচ্ছেন না।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইনসের ১৯ জন বাঙালী পাইলট বর্তমানে বেকার হয়ে আছেন।
যােগাযােগ মন্ত্রী মিঃ মনসুর আলী জানিয়েছেন পশ্চিম বংগের সংগে দুইটি রেল যােগাযােগ সম্প্রতি আরম্ভ হবে। রাজসাহী জেলার আমনুরা থেকে পশ্চিম বংগের মালদা পৰ্য্যন্ত একটি এবঙ রাধিকাপুর থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত আরেকটি লাইনে এই যাতায়াত সুরু হবে।
সূত্র: দৃষ্টিপাত, ২৬ জানুয়ারি ১৯৭২