You dont have javascript enabled! Please enable it! 1971.12.22 | শেষ সময়েও পাক অত্যাচার | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

শেষ সময়েও পাক অত্যাচার

বিগত ৬ই ডিসেম্বর জুরী, কুলাউরা অঞ্চল হইতে পা সেনারা পশ্চাদপসরণের সময় রাজনগর থানার এলাকাধীন খলাগ্রামের শ্রীসুন্দরী মােহন ধর উকীলের বাড়ীতে তাহার ৫ জন ভ্রাতুস্পুত্র, ৩জন ভাই ও বাড়ীর অপর ৭জনকে গুলি করিয়া নিহত করে। শিশু, স্ত্রীলােক ও অন্য একজন পুরুষ কোনক্রমে পলাইয়া অন্য এক বাড়ীতে আশ্রয় নিয়া প্রাণে রক্ষা পান। বিরাট বাড়ীটীকেও তাহারা মর্টার মারিয়া ধূলিসাৎ করিয়া দিয়া যায়। এইখানে উল্লেখযােগ্য যে প্রায় ৮ মাস পূর্বে এই অত্যাচারের সুরুতে তাহারা ভ্রাতা সুরীতি ধর ও একজন ভৃত্যকে পাকসেনারা সিলেট নিম্বার্ক আশ্রম হইতে ধরিয়া নিয়া যায়। তখন হইতেই তাহাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায় নাই। ঐ গ্রামের আরাে একজন হিন্দু শিক্ষককেও তাহারা হত্যা করে।

সূত্র: দৃষ্টিপাত, ২২ ডিসেম্বর ১৯৭১