You dont have javascript enabled! Please enable it! 1971.12.29 | বাংলাদেশের খবর | আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের খবর

বাংলাদেশের রাজধানী ঢাকা সহরে গত ১৯-১২-৭১ ইং হইতে অফিস, আদালত কলকারখানার কাজ চালু হইয়াছে।
জনাব রুহুল কুদ্ছ বাংলাদেশ সরকারের চীফ সেক্রেটারী হিসাবে সেক্রেটারিয়েট নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়াছেন। সকল স্তরের কর্মচারীদেরে কাজে যােগদানের আহ্বান জানান হইয়াছে। | সারা ঢাকা সহরে স্বাভাবিক জীবন যাত্রা, কায়কারবার, লােকজনের যাতায়াত চলিতেছে।
সারা বাংলাদেশে আজ পর্যন্ত ৯১ হাজার খানসেনা ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করিয়াছে। তাহাদেরে নিরাপদভাবে প্রহরাধীনে রাখা হইয়াছে। | দৈনিক ইত্তেফাক” ও অন্য একখানা ইংরেজী দৈনিক কাগজ নিয়মিত প্রকাশিত হইতেছে। ডাক ও তার বিভাগ চালু করা হইতেছে। পাক সেনানায়কদ্বয় লে. জেনারেল নিয়াজি ও লে. জে. ফরমান আলীকে অন্যত্র সরান হইয়াছে।
সারা বাংলাদেশে শান্তি শৃংখলা রক্ষার ও সব রকমের গােলমাল রােধ করার জন্য ভারতীয় সেনাবাহিনী ও বাংলা রেজিমেন্ট বিশেষ লক্ষ্য রাখিতেছেন।

সূত্র: আজাদ, ২৯ ডিসেম্বর ১৯৭১