বাংলাদেশে পাকিস্তানী বর্বরতা অব্যাহত
সম্প্রতি বাংলাদেশের হবিগঞ্জ মহকুমায় মান্দারকান্দি গ্রামে পশ্চিম পাকিস্তানী সৈন্যদের এক পৈশাচিক তাণ্ডব লীলার সংবাদ পাওয়া গেছে। অতর্কিত আক্রমণ করে এই পাক সেনারা নারী ও শিশুসহ পাঁচ শতাধিক লােককে হত্যা করে ফেলেছে। পেট্রোল দিয়ে বাড়ীঘর পুড়ে ছারখার করে দেয়। একই গ্রাম থেকে প্রায় ৭৫ হাজার মণ ধান নষ্ট করে দেয় বলেও সংবাদ পাওয়া গেছে। এই ঘটনার পর হাজার হাজার শরণার্থী মেঘালয়ের বালাট ও মাইলাম শরণার্থী শিবিরে এসে উপস্থিত হচ্ছে।
এই সপ্তাহে সিলেট জেলার বিয়ানীবাজার গ্রাম থেকে পশ্চিম পাকিস্তানী সৈন্যরা গ্রামের সকল পুরুষকে ধরে নিয়ে গিয়ে প্রহার ও অকথ্য অত্যাচার করেছে বলেও সংবাদ পাওয়া গেছে। এইসব লােকের কিছু সংখ্যকের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে প্রকাশ।
মুক্তিসেনাদের গেরিলা আক্রমণ প্রতিহত করতে না পেরে পশ্চিম পাক-সেনারা বিভ্রান্ত হয়ে পড়ছে এবং আবার নিরীহ নাগরিকদের উপর অকথ্য অত্যাচার করতে সুরু করেছে।।
সূত্র: দৃষ্টিপাত, ১০ নভেম্বর ১৯৭১