You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | মুক্তাঞ্চলে বাংলাদেশ সরকারের জনসংযােগ | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

মুক্তাঞ্চলে বাংলাদেশ সরকারের জনসংযােগ

জকিগঞ্জ থেকে কানাইঘাট পর্যন্ত যে বিস্তৃত এলাকা বর্তমানে বাংলাদেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে, সেখানে অসামরিক প্রশাসন ব্যবস্থা এখন প্রায় পুরােপুরি চালু হয়েছে। শ্রীহট্ট জেলা প্রশাসক দেওয়ান ফরিদ গাজী তার সহকর্মীগণ সহ সর্বত্র জনসভা ও অন্যান্য মাধ্যমে জনসংযােগ করেছেন এবং জনসাধারণের অভাব অভিযােগের সাধ্যমত প্রতিকারের চেষ্টা করছেন। নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদির যে অভাব ঐ অঞ্চলে আছে, তা মােচনের জন্য বাংলাদেশ সরকার ন্যাজ্য মূল্যের দোকান খােলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: যুগশক্তি, ৩ ডিসেম্বর ১৯৭১