মুক্তি সংগ্রামকে নস্যাৎ করার জন্য বাংলাদেশের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র
আগরতলায় অস্ত্রসহ ১৭ জন পাকচর ধৃত বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে ভারতে অনুপ্রবেশকারী সুসংগঠিত পাকবাহিনীর একদল চরকে সম্প্রতি মারাত্মক অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক পদার্থসহ আগরতলায় পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার বিবরণে প্রকাশ বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতৃবৃন্দকে সুকল্পিত উপায়ে হত্যা করার ঘৃণ্য উদ্দেশ্য নিয়ে পাক-সরকার একদল পাক-চরকে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে পাঠায়। ঘটনার দিন পাক-চরদের এই দল আগরতলা সীমান্তে অবস্থানরত বাংলাদেশের জনৈক বিশিষ্ট নেতার আশ্রয়স্থলের কছে গভীর রাতে লুকিয়ে উক্ত নেতাকে হত্যা করার সুযােগের অপেক্ষা করছিল। কিন্তু তারা গােয়েন্দা বাহিনীর দৃষ্টি এড়াতে পারে নি। তাদের এই লুকানাে অবস্থা গােয়েন্দা বিভাগের জনৈক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করলে তিনি তৎক্ষণাই সামরিক, স্থানীয় পুলিশ ও জনসাধারণের সহযােগীতায় তাদের ঘেরাও করে ঘটনাস্থলে ৫ জন পাক চরকে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করেন। পরবর্তীতে শহরের বিভিন্ন স্থান থেকে আরাে ১২ জন পাক-চরকে গ্রেফতার করা হয়। এদের সাথেও বিস্ফোরক দ্রব্য ছাড়াও কিছু দলিল পত্রাদি পাওয়া গেছে বলে প্রকাশ। এদিকে গ্রেপ্তার ১৭ জন পাক-চরের মধ্যে একজন ছদ্মবেশী পাক-সৈন্যও রয়েছে বলে জানা যায়।
পি. এন. সি
সূত্র: দৃষ্টিপাত, ২৮ জুলাই ১৯৭১