২ লক্ষ যুবক মুক্তিবাহিনীতে যোেগ দিতে রাজী
কলিকাতা ১৯শে জুলাই বাংলাদেশ মিশনের অফিসে আজ শত শত যুবক মুক্তিবাহিনী নাম দেবার জন্যে আসছেন। এরা সকলেই শরণার্থী। এরা বলছেন যে, দেশের স্বাধীনতার জন্য এরা প্রাণ বিসর্জন দিতে রাজী আছেন। প্রকাশ, এদের মধ্যে ছাত্র, চাকরে, কৃষক এবং শ্রমিক রয়েছেন। এছাড়া সীমান্তের ওপর থেকে হাজার হাজার যুবক খবর পাঠাচ্ছেন, একই ইচ্ছা প্রকাশ করে। এদের অভিযােগ হ’ল যে, প্রয়ােজনীয় তালিম এবং অস্ত্র পাওয়া যাচ্ছে না বলেই এরা কিছু করতে পারছেন না। মুক্তিবাহিনীতে যােগদানেচ্ছুদের মধ্যে সমস্ত ধর্মের লােকই রয়েছেন এমন কি কয়েকজন ভারতীয় খৃষ্টান পাদ্রীও আছেন। ই, আই, এন, এ,
সূত্র: দৃষ্টিপাত, ১৮ আগস্ট ১৯৭১