সিলেট ডি. সি. অফিসে গ্রেনেড বিস্ফোরণ
গত ১৪ জুলাই সিলেটে ডেপুটি কমিশনারের অফিসে মুক্তিফৌজ গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। ফলে অফিস ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। কড়া সামরিক পাহারার মধ্যে শহরের কেন্দ্রস্থলে মুক্তিফৌজের এই গ্রেনেড বিস্ফোরণের ফলে পাকিস্তানী সৈন্যদের মধ্যে ত্রাস সৃষ্টি রয়েছে।
লাতুর তিন মাইল দক্ষিণে ১৬ জুলাই মধ্য রাত্রে বিস্তীর্ণ এলাকার রেল লাইন মুক্তিফৌজ শক্তিশালী ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। করিমগঞ্জ থেকে এই বিস্ফোরণের শব্দ স্পষ্ট শােনা গিয়েছিল। আটগ্রাম অঞ্চলে একটি পাকিস্তানী জীপ গত সপ্তাহে মাইন বিস্ফোরণের সম্মুখীন হয়। ফলে দু’জন অফিসার ও ড্রাইভার নিহত হয়।
সূত্র: যুগশক্তি, ১৬ জুলাই ১৯৭১