You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | বাংলার যুবকরা হুশিয়ার | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

বাংলার যুবকরা হুশিয়ার

ইয়াহিয়ার বর্বর সৈন্যরা বাংলাদেশের ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সের যুবকদের ধরে নিয়ে তাদের শরীর থেকে রক্ত শােষণ করছে। কে জানা গেছে, হানাদার পাকসেনারা বাংলার যুবকদের ধরে নিয়ে তাদের শরীর থেকে সমস্ত রক্ত সিরিঞ্জের সাহায্যে বের করে নিয়ে রক্ত শুন্য বাঙালী যুবকদের হত্যা করে গর্তের মধ্যে পুতে রাখছে। আর বাংলার যুবকদের এই তাজা খুন বাংগালীর শত্রু পাকসৈন্যের দৈহিক বল বৃদ্ধি করার কাজে ব্যবহার করা হচ্ছে।

সূত্র: দৃষ্টিপাত, ২৬ মে ১৯৭১