বাংলা শ্ৰী নজরুল ইসলামের বেতার ভাষণ
বাঙ্গালাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শ্রী নজরুল ইসলাম গত সােমবার ১০ মে তারিখে এক বেতার বক্তৃতায় দেশবাসীকে আরও রক্ত দেওয়ার এবং আত্মত্যাগের জন্য আহবান জানান। তিনি শেখ মুজিবুর রহমান ও সারা পূৰ্ব্ব বঙ্গের প্রতি জঙ্গী অধিনায়ক ইয়াহিয়া খান ও ভূট্টো কোম্পানীর বিশ্বাসঘাতকতার স্বরূপ উদঘাটন করিয়া বলেন যে, বাঙ্গলাদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ খৃষ্টান প্রভৃতি সকল ধর্মের লােককে একতাবদ্ধ হইয়া স্বাধীনতা সংগ্রাম চালাইয়া যাইতে হইবে কারণ জঙ্গী অধিনায়করা সকল ধর্মমতের মানুষের প্রতিই অত্যাচার চালাইয়াছে। গির্জা, মন্দির, মসজিদ বা বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করিয়া মাটির সহিত মিশাইয়াছে অথচ ইসলামে এইরূপ হত্যার কোনও নির্দেশ নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ইয়াহিয়াসাহীর নারকীয় তাণ্ডবের স্বরূপ প্রকাশ পাইয়াছে। অগণিত বুদ্ধিজীবি, যুবক ও বিভিন্ন শ্রেণীর জনগণকে হত্যা করিয়া ইয়াহিয়া নারকীয় তাণ্ডবে মাতিয়াছে। তিনি আরও বলেন যে, তাহার সরকার স্বাধীন বাংলাদেশে যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনে প্রতিশ্রুত তাহা অবশ্যই সম্পন্ন করিবেন। পৃথিবীর বহু রাষ্ট্রই আমাদের শীঘ্রই স্বীকৃতি দিবেন তাই আরও রক্তও আরও আত্মত্যাগের জন্য তিনি জাতিকে আহ্বান করেন।
সূত্র: দৃষ্টিপাত, ১২ মে ১৯৭১