You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | কুমিল্লা ও আখাউড়া অঞ্চলে তুমুল লড়াই | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

কুমিল্লা ও আখাউড়া অঞ্চলে তুমুল লড়াই

গত কয়েকদিন যাবৎ কুমিল্লা ও আখাউড়া খণ্ডে পাক হানাদার ও মুক্তিফৌজের মধ্যে তুমুল লড়াই চলেছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। এই লড়াইয়ে তিন শতাধিক পাক হানাদার নিহত হয়েছে বলে মুক্তিফৌজের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এই বিপুল সংখ্যায় নিধনের ফলে বেলুচ সৈন্যদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে বলে প্রকাশ।
বাংলাদেশের সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলি অবরুদ্ধ করে দেওয়ার জন্য বিপুল সংখ্যক পাক সৈন্য সমাবেশ করা হয়েছে বলে সীমান্তের ওপার থেকে সংবাদ পাওয়া যাচ্ছে।
আগরতলা-আখাউড়া চেকপােস্টে মুক্তিবাহিনীর ঘাটিটা ধ্বংস করে দেওয়ার জন্য পাকসেনারা এগিয়ে আসে কিন্তু মুক্তিবাহিনীর প্রচণ্ড বাধার সৃষ্টিতে পাক হানাদাররা বেশী দূর এগােতে পারে নি। অন্যদিকে মুক্তিফৌজ আগরতলা চেকপােস্টের প্রায় আড়াই মাইল দূরে ফকীরমুড়া সীমান্ত বাড়িটা দখল করে নেয়।

সূত্র: দৃষ্টিপাত, ১২ মে ১৯৭১