You dont have javascript enabled! Please enable it! 1971.05.19 | ওপারে বীভৎসতা | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

ওপারে বীভৎসতা

গত ১৬ই মে রাত্রি অনুমানিক ৮ ঘটিকার সময় বর্বর পাকসেনারা বিয়ানীবাজার থানার গােবিন্দশ্রী গ্রামে হানা দিয়া লুঠতরাজ ও নারীদের উপর অকথ্য অত্যাচার চালায়। উক্ত গ্রামের আবদুল খালেকের বাড়ীতে প্রবেশ করে একজন পাকহানাদার তার যুবতী ভগ্নীর উপর প্রকাশ্যেই পাশবিক অত্যাচার করতে থাকে। আবদুল খালেকের বড় ভাই দা দিয়ে কুপিয়ে উক্ত সেনাটীকে হত্যা করে ফেলে। কিন্তু তৎক্ষণাৎ অন্য আর একটী সেনা গুলি করে তাকে হত্যা করে ফেলে। আবদুল খালিক প্রাণের ভয়ে পালিয়ে যায়।
সূত্র: দৃষ্টিপাত, ১৯ মে ১৯৭১