বাংলা পূর্ববঙ্গে জঙ্গী শাসন
পূর্ববঙ্গের স্বাধীকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমন করিবার জন্য ইয়াহিয়া খান এবং তার জঙ্গী সরকার শেষ পৰ্যন্ত চূড়ান্ত বর্বরতার পথ বাছিয়া লইয়াছেন। নিরস্ত্র জনসাধারণের উপর সৈন্যবাহিনী লেলাইয়া দেওয়া। হইয়াছে এবং অহিংস আন্দোলনকারী জনতাকে নির্বিচারে হত্যা করিয়া পশ্চিম পাকিস্তানী সৈন্যবাহিনী বীরত্বের পরাকাষ্ঠ দেখাইতেছে। পূর্ববঙ্গ জনসাধারণের একচ্ছত্র নেতা শেখ মুজিবুর রহমানকে ইয়াহিয়া খান দেশদ্রোহী বলিয়া ঘােষণা করিয়াছেন। ইতিহাসই প্রমাণ করিবে কে প্রকৃত দেশদ্রোহী।
বিশ্বের গণতান্ত্রিক মানুষ মাত্রই পূর্ববঙ্গবাসীর এই জীবন পণ সংগ্রামকে নৈতিক সমর্থন জানাইবেন। নিরস্ত্র নিপীড়িত সাড়ে সাতকোটি পূর্ববঙ্গবাসী যে ভাবে একটি নির্লজ্জ ফ্যাসিবাদী নৃশংস সামরিক সরকারের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইয়াছেন তাহা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রক্তাক্ষরে লিখিত থাকিবে। আমরা পূর্ববঙ্গবাসীর এই ন্যায্য সংগ্রামের সাফল্য কামনা করিতেছি।
সূত্র: যুগশক্তি, ২৬ মার্চ ১৯৭১