বহাল তবিয়তে শেখ মুজিব
—টিক্কাখান নিহত
পাকিস্তান রেডিও থেকে এক সংবাদে বলা হয় গত ২৫শে মার্চ শেষ রাত্রিতে জঙ্গী সরকার শেখ মুজিবুর রহমানকে তার বাস ভবন থেকে গ্রেপ্তার করে। কিন্তু সংগে সংগেই বি, বি, সি, ভয়েস অব আমেরিকা, অষ্ট্রেলিয়া ও আকাশবাণী থেকে এই সংবাদের সত্যতা অস্বীকার করা হয়। এই ঘােষণার পরও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুজিবুরের কণ্ঠস্বর শােনা যায়।
বি, বি, সির এক সংবাদে প্রকাশ গত শুক্রবার সহস্র উত্তেজিত জনতা লে. জেনারেল টিক্কা খানের বাসভবন আক্রমণ করে এবং শামসুদ্দিন নামে একজন মুক্তিযােদ্ধা তাকে গুলি করে হত্যা করে। পাকিস্তান রেডিও থেকে এর কোন প্রতিবাদ করা হয়নি।
সূত্র: দৃষ্টিপাত, ৩১ মার্চ ১৯৭১