ইভনিং স্ট্যান্ডার্ড ১১ ডিসেম্বর ১৯৭১
ঢাকার উপর স্কাইট্রুপার
স্ট্যান্ডার্ড ফরেন নিউজ ডেস্ক
ভারতীয় প্যারাট্রুপাররা আজ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার উপকণ্ঠে পাকিস্তানি অবস্থানের উপর আঘাত করেছে।
কলকাতার ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল রিপোর্টার কেনেথ Braddick বলেন আনুমানিক ৫০০০ প্যারাট্রুপারকে দমদম বিমানবন্দরে ৫০সি ৭ এবং সি-১১৯”উড়ন্ত বক্স-কার” বিমানে বোর্ডিং করতে দেখা যায়।
সামরিক ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, ড্রপ করার লক্ষ্য ছিল পাকিস্তানের “ঢাকার উপকণ্ঠে।”
ভারতীয় বাহিনী এর আগে উত্তর-পূর্ব-ঢাকার ৪০ মাইল দুরে মেঘনা নদী জুড়ে একটি ব্রিজহেড প্রতিষ্ঠা করে।