আটলান্টিক ম্যাগাজিন, (আমেরিকা) ডিসেম্বর ১৯৭১
পূর্ব পাকিস্তানঃ পুনর্দখলকৃত উপনিবেশ
রাস্তার পাশে একজন গ্রামবাসী, বেপরোয়াভাবে উদ্বিগ্ন যে দুই বিদেশী সৈন্যবাহিনীর করা বিপর্যয় দেখতে পাবে, গাড়ির জানালার ফাঁক দিয়ে চুপিসারে বলল “জামালপুর যান এবং সবকিছু বুঝবেন।”
জামালপুর একটি শহর যেখানে রাস্তায় কোন শিশু নাই, যে দোকানগুলি আছে সেখানে কোন ব্যাবসা নাই, প্রায় কোনও শব্দ শোনা যাচ্ছেনা, যা কোলাহলপূর্ন ছিল। বিদেশীদের দেখলে মানুষ সরে যাচ্ছিল, দোকানদারের হাত কাঁপছে যখন তারা অনাকাঙ্ক্ষিত বিদেশী অতিথিদের স্বাগত জানাচ্ছিল এবং একটি যুবক ছেলে শান্তভাবে বলল, “তারা লজ্জা পাচ্ছে কারণ তারা আপনাকে তাদের হৃদয়ের কোথা বলার সাহস পাচ্ছেনা।” ছেলেটির সাথে দশ মিনিট কথোপকথনের পর, সে ভয় পায় এবং চলে যায়। মার্চের আগে জামালপুরে ৫০০০০ জন মানুষ ছিল যাদের মধ্যে ৫০০০ জন হিন্দু। এখানকার বড় মার্কেটপ্লেস ধ্বংস করে দেয়া হয় এবং একটি ছোট সেনা সদর দপ্তর করা হয় যারা জামালপুর ধ্বংস করেছে। ব্রহ্মপুত্র নদীর তীরে হিন্দুদের শ্মশানঘাঁট ছিল সেনাবাহিনীর হত্যাকাণ্ডের স্থান। মৃতদেহ সেখান থেকে নদীতে ফেলে দেয়া হয় এবং এখন জামালপুরের বাকি বাসিন্দারা নদীর মাছ খেতে চায়না।
– পিটার আর কামী ও লি লেসকেইয