২০ মার্চ ১৯৭১ঃ অবশেষে ভুট্টো আসছেন
জুলফিকার আলী ভুট্টো করাচীতে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট থেকে তার চাহিত ব্যাখ্যা পাওয়ায় এবং তা তার মনপুত হওয়ায় তিনি আগামীকাল পিআইএ এর একটি ফ্লাইটে ঢাকা আসছেন। প্রেসিডেন্ট এর পরামর্শ মোতাবেক তিনি তার সহযোগী ও পরামর্শকদের নিয়ে আসছেন। তিনি ঢাকা সফরে তার ১৫ জন সহযোগীর নাম ঘোষণা করেছেন। তারা হলেন জালাল আব্দুর রহিম, সাত্তার পীরজাদা, গোলাম মোস্তফা খার, আলী আহমেদ তালপুর, মুবাসশির হোসাইন, গোলাম মোস্তফা জাতোই, মাহমুদ আলী কাসুরী, মমতাজ আলী ভুট্টো, আব্দুল হাফিজ কারদার, বিচারপতি ফয়জুল্লাহ, আব্দুল খালিক খা, তালিবুল মওলা, মাখদুম মোহাম্মদ জামান, হায়াত মোহাম্মদ শেরপাও, রফি রাজা।