১৮ মার্চ ১৯৭১ঃ বিদেশী সাংবাদিকদের সাথে আলাপচারিতায় মুজিব
মুজিব-ইয়াহিয়া পরবর্তী বৈঠকের কোনো সময় নির্ধারণ না হওয়ায় জনমনে উৎকণ্ঠার সৃষ্টি হয়। ভোর থেকে রাত পর্যন্ত উৎসুক জনতা তাদের আশা আকাঙ্খার প্রতীক শেখ মুজিবের বাসভবনে ভিড় জমান। সকল দলের সাথে তিনি বক্তৃতা করেন এবং এর ফাকে ফাকে সাংবাদিকদের সাথে আলাপ আলোচনায় নিয়োজিত রাখেন। মুজিব বিদেশী সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আবেগভরা কণ্ঠে বলেন দেখুন আমার দেশের মানুষ আজ প্রতিজ্ঞায় কি অটল, সংগ্রাম আর ত্যাগের মন্ত্রে কত উজ্জীবিত। কার সাধ্য তাদের রুখে। তিনি বলেন দেশ আজ জেগেছে জনগন জেগেছে। সাংবাদিকরা প্রশ্ন করেন ভূট্টো আজ ঢাকা আসছে কিনা তিনি জবাব দেন জানিনা। পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আরো সৈন্য আনা হচ্ছে, সে সম্পর্কে শেখ মুজিব কিছু জানেন কি না, জনৈক বিদেশী সাংবাদিকের এই প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি।