১৮ মার্চ ১৯৭১ঃ তদন্ত কমিটি প্রসঙ্গে শেখ মুজিব
২-৯ মার্চ ঘটনাবলীর উপর গঠিত তদন্ত কমিশন সম্পর্কে শেখ মুজিব বলেন আমরা এহেন তদন্ত কমিশন চাহি নাই। আমরা চেয়েছিলাম নিরপেক্ষ ও প্রকাশ্য তদন্ত কমিশন। সামরিক কতৃপক্ষ কতৃক গঠিত এ তদন্ত কমিশনের সাথে সহযোগিতা না করার জন্য তিনি সকলের প্রতি নির্দেশ প্রদান করেন। তিনি বলেন বর্ণিত কমিশন আমার দাবীর পরিপুরক নয়। তিনি বলেন সামরিক কতৃপক্ষ দ্বারা গঠিত এ কমিশনের রিপোর্ট সামরিক কতৃপক্ষের কাছে জমা দিতে হবে যা অত্যন্ত আপত্তিকর। বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সকল হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে তা তদন্ত করার জন্য কমিশনকে দায়িত্ব দেয়া হয়নি।