১৮ মার্চ ১৯৭১ঃ সৈয়দ নজরুল ইসলাম
আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির উপ-নেতা সৈয়দ নজরুল ইসলাম সংবাদপত্রে তিনি বিবৃতিতে বলেন, উপর্যুপরি প্রতিবাদ সত্ত্বেও সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন কার্যকলাপ বর্ধিত পরিমানে অব্যাহত আছে। আমরা জানিতে পেরেছি যশোর খুলনা রোডে এবং সংলগ্ন এলাকায় সেনাবাহিনী বিনা কারনে নিরীহ জনগণকে হয়রানী এবং নির্যাতন করছে। আজ সেনাবাহিনীর সদস্যরা বিমানবন্দর সংলগ্ন তেজগাঁয়ে ও মহাখালীতে নিরস্র শ্রমিকদের ট্রাকে হামলা চালায়। সৈন্যরা এই দুই স্থানে নিরস্ত্র আরোহীদের নির্মমভাবে প্রহার করে এবং তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসব ঘটনায় নগরীতে জনসাধারণের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেনাবাহিনী নড়াইলের এসডিওকেও তার গাড়ীতে কালো পতাকা থাকায় হেনস্থা করে। তিনি বলেন নিরস্ত্র মানুষের ওপর উস্কানিমূলক আচরণ, তা যে কোন মহলেরই হোক না কেন, আমরা আর সহ্য করবো না। এর ফলাফলের দায়িত্ব উস্কানিদাতাদেরই সম্পূর্ণ বহন করতে হবে।