১৭ মার্চ ১৯৭১ঃ অসহযোগ আন্দোলনের ষোড়শ দিবসে
অসহযোগ আন্দোলনের ষোড়শ দিবসে স্বাধীনতা সংগ্রামের জন্য ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ময়দানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় কুচকাওয়াজ ও রাইফেল চালানোর প্রশিক্ষণ শুরু করেন। এ ছাড়াও দেশ ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন, স্বেচ্ছাসেবক প্রশিক্ষন এবং চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। বিভিন্ন এলাকায় সংগ্রাম কমিটি গঠন করে তাদের মাধ্যমে সভা ও আন্দোলনে সম্পৃক্ত করা হচ্ছে। হাবিব ব্যাঙ্ক বীমা কর্মচারী সমিতি মিছিল করে শেখ মুজিবের বাসভবনে গমন করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। চট্টগ্রামে লেখক , শিল্পি, চিত্রকর সমিতি লালদিঘি ময়দানে সমাবেশ করে সভায় বক্তব্ব রাখেন অধ্যাপক আলী আহসান, আনিসুজ্জামান, মমতাজুদ্দিন। এদিন উদীচী শিল্পি গোষ্ঠী সদরঘাট, হাজারীবাগ, মগবাজার, শান্তিনগরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রীয় ব্যাংক কর্মচারী সমিতি, প্রতিরক্ষা মন্ত্রনালয় বেতনভুক বেসরকারি কর্মচারী সমিতি স্বাধিকার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ৪র্থ শ্রেণী কর্মচারীরা বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে। সিনেমা হল গুলি বন্ধ থাকার পর শুক্রবার থেকে খোলার সিদ্ধান্ত গ্রহন করে প্রদর্শকরা।