পাক সরকার
সীমান্তে কুড়িটি চেক পােস্ট স্থাপন করবে
নয়াদিল্লী, ৪ মে (ইউ-এন-আই) পাকিস্তানের সামরিক সরকার ভারত-বাঙলাদেশে সীমান্ত বরাবর ২০টি চেক পােস্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে শরণার্থীরা আবার যাতে বাঙলাদেশে ফিরে যেতে পারে তার জন্যই এই চেকপােস্টগুলি স্থাপন করা হবে। পাকিস্তানের এসােসিয়েটেড প্রেস উপরােক্ত সংবাদটি দিয়েছে।
খুলনার সাতক্ষীরা, যশােরের বেনাপােল, কুষ্টিয়ার, চুয়াডাঙ্গা ও মেহেরপুর, রাজশাহীর কোদাগরী, রােহনপুর, ধনরীহাট, দিনাজপুরের ঠাকুর গং, পচাঘর, রংপুরের কালিগঞ্জ, ময়মনসিং-এর নীলতাবাড়ি ও দুর্গাপুর সিলেট জয়ন্তীপুর, কুলাউরা, কুমিল্লায় আখাউরা ও বিবিরবাজার, নােয়াখালির ফেনী ও চট্টগ্রামের টেকনিক অঞ্চলে এই চেক পােস্ট গুলি স্থাপন করা হবে বলে প্রকাশ। চেক পােস্টগুলি কবে নাগাদ খােলা হবে সে সম্বন্ধে কোনাে ঘােষণা করা হয় নি।
সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১