অন্য রাজ্য কি শরণার্থীদের নেবে?
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৪ জুন— বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের অনেককে অন্য রাজ্যে স্থানান্তর করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী রাজ্য মন্ত্রিসভার ডেপুটেশনকে দিয়েছিলেন তা কতটা রাখতে পারবে সেই নিয়ে রাজ্য সরকারী মহলে সন্দেহ দেখা দিয়েছে। রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীকে প্রধানমন্ত্রী নাি বলেছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা শরণার্থীদের স্ব-রাজ্যে নিয়ে যেতে ইচ্ছুক নন। কেন নন তা নিয়ে দুটো ব্যাখ্যা হয়েছে। এক হয় রাজ্যগুলি নিশ্চিত নয় শরণার্থীরা কতদিন থাকবেন। তাছাড়া তাদের সন্দেহ যে এদের দায়িত্ব কেন্দ্র হয়ত কেবল মৌখিকভাবে পালন করবে। দুই হল আইন শৃংখলাজনিত সমস্যা। সাম্প্রদায়িক হাঙ্গামার ভয়ও তাদের রয়েছে। অন্যদিকে পশ্চিমবাঙলার মন্ত্রীরা বলছেন শরণার্থীদের দায়িত্ব কেন শুধু রাজ্য একা নেবে? কেন অঙ্গরাজ্যগুলি এ দায়িত্ব বহন করবেন না? সামরিকবাহিনীর হাতে শরণার্থীদের দায়-দায়িত্ব তুলে দেবার ব্যাপারে শ্রীজগজীবন রাম মুখ্যমন্ত্রীকে স্পষ্ট করে কিছু বলেন নি, তবে যা বলছেন তাতে মনে হয় সামরিক বাহিনীর পক্ষে এ মুহূর্তে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এতদসত্ত্বেও আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আলােচনাকালে উক্ত দাবি দুটোই রাজ্যে মন্ত্রীরা তুলবেন।
সূত্র: কালান্তর ৫.৬.১৯৭১