বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিন
ভারত সরকারের কাছে এ আই টি ইউ সি’র দাবি
কলকাতা, ১৫ এপ্রিল (ইউ, এন)-এ, আই, টি, ইউ, সি-র অন্তর্ভুক্ত ১৩৯টি ইউনিয়নের প্রতিনিধিদের এক বৈঠক থেকে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেবার এবং ঐ সরকারকে সম্ভাব্য সমস্ত সাহায্য দেবার জন্য ভারত সরকারের কাছে অনুরােধ জানানাে হয়।
এ আই টি এস সি ইউনিয়নের ঐ প্রতিনিধিরা সীমান্তের ওপারে তাদের ভাইদের মুক্তি সংগ্রামের সমর্থনে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবার ও তাঁদের জন্য একদিনের মজুরি দেবার জন্য রাজ্যের শ্রমিক শ্রেণীর প্রতি আহ্বান জানান।
গত মে দিবস সবেতন ছুটির দিন হিসাবে গণ্য করার জন্যও তারা রাজ্য সরকারের প্রতি আবেদন জানান।
সভায় সর্বসম্মতভাবে গৃহীত এক প্রস্তাবে বাধ্যতামূলক গ্র্যাচুইটি স্কীম চালু করা, ঠিকা শ্রমিক নিয়ােগ ব্যবস্থা বাতিল করা, কর্মচারী রাজ্য বীমা স্কীম উন্নত করা ও রাজ্যের বন্ধ কারখানা খােলার দাবিতে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত ঘােষণা করা হয়।
সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১