১৩ মার্চ ১৯৭১ঃ স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন জনগনের মনে রাখা উচিত যে স্বার্থান্বেষী মনোভাব গ্রহন করে এমনিতর পুজি পাচার বাংলার স্বাধীনতা সংগ্রামের পরিপন্থী। তাদের আর মনে রাখা উচিত যে, যে সকল বাঙ্গালী বাংলাদেশে আসিতেছেন তাহাদিগকে একটি পয়সাও বা সামান্য মূল্যমানের কোন জিনিষ আনিতে দেয়া হচ্ছে না। তাই নেতৃবৃন্দ বাংলাদেশ ত্যাগকারীদের বাড়ি-গাড়ি সম্পদ কিনে বাংলার অর্থ বিদেশে পাচারে সহযোগিতা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।