১৩ মার্চ ১৯৭১ঃ ওয়ালী খান ও বেজেঞ্জো ঢাকায় এসেছেন
ন্যাপের সভাপতি খান আবদুল ওয়ালী খান ও ন্যাপ নেতা গাউস বক্স বেজেঞ্জো সকালে করাচী থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার ও জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের দাবীর প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন দেশের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে আলাপ আলোচনার জন্যই তারা ঢাকা এসেছেন।