১৩ মার্চ ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ
লাহোরে ৫ টি রাজনৈতিক দলের পার্লামেন্টারি পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। জমিয়াতুল উলেমা-ই-ইসলামের নেতা মওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে এই বৈঠকে কাউন্সিল লিগ নেতা মিয়া মমতাজ দৌলতানা এবং সরদার শওকত হায়াত খান, জমিয়াতুল উলেমা-ই-পাকিস্তান এর মওলানা শাহ আহমদ নূরানিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করার দাবী জানানো হয়েছে। সভা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অবিলম্বে বাংলাদেশে যেয়ে শেখ মুজিবের সাথে আলোচনায় বসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া ও অচলাবস্থা দূরীকরণের পন্থা উদ্ভাবনের আহবান করা হয়।